সন্দ্বীপবাসীর নিত্যদিনের মহাদুর্ভোগ...
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ। যেটির প্রধান নৌ রুট কুমিরা-গুপ্তছড়া। গুপ্তছড়ার প্রান্তে নতুন জেটি হলেও চর জাগার কারণে সেটি তেমন কাজে আসছে না। যার ফলে করতে হয় ড্রেজিং, ড্রেজিং করলেও তা কয়েকমাসে আবার পলিমাটিতে ভরে যায়। এমন অবস্থায় একটি কাঠের ব্রিজ থাকলেও, সেটি ভেঙে গেছে ড্রেজিংয়ের ফলে। যে কারণে দ্বীপবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। সন্দ্বীপ থেকে ছবি তুলে পাঠিয়েছেন সিভয়েস২৪ এর পাঠক মো. রাহাদ