Cvoice24.com

সন্দ্বীপবাসীর নিত্যদিনের মহাদুর্ভোগ...

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৪
সন্দ্বীপবাসীর নিত্যদিনের মহাদুর্ভোগ...

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা চট্টগ্রামের সন্দ্বীপ। এখানে যাতায়াতের প্রধান নৌ রুট কুমিরা-গুপ্তছড়া। গুপ্তছড়ার প্রান্তে নতুন জেটি হলেও চর জাগার কারণে সেটি তেমন কাজে আসছে না। যার ফলে করতে হয় ড্রেজিং। কিন্তু ড্রেজিং করলেও তা কয়েকমাসে আবার পলিমাটিতে ভরে যায়। এমন অবস্থায় একটি কাঠের ব্রিজ থাকলেও, সেটি ভেঙে গেছে ড্রেজিংয়ের কারণে। ফলে সন্দ্বীপবাসীর নিত্যদিনের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

সন্দ্বীপ থেকে ছবিগুলো তুলে পাঠিয়েছেন সিভয়েস২৪ এর পাঠক মো. রাহাদ...

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: