Cvoice24.com

পেটের ছুটি নেই...

মাহমুদ হাসান, সিভয়েস২৪

প্রকাশিত: ১১:৪৪, ২৩ এপ্রিল ২০২৪
পেটের ছুটি নেই...

দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে সবকিছু বন্ধ থাকলেও ছুটি নেই রিকশাচালকদের। কেননা, রিকশার প্যাডেল না ঘুরলে, মিটবে না তাদের ক্ষুধা।

তীব্র তাপদাহের জন্য নতুন করে হিট অ্যালার্ট জারি হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ-মাদ্রাসা। তবে ছুটি নেই শ্রমজীবী মানুষের। জীবিকার তাগিদে বের হতেই হচ্ছে তাদের...

কাঠফাটা রোদ আর তপ্ত হাওয়া সহ্য করে পেটের দায়ে প্যাডেল রিকশা নিয়ে রাস্তায় নেমেছেন ৬২ বছর বয়সী বৃদ্ধ।


গরমে হাসফাস অবস্থা। মানুষ বের হচ্ছে কম। ফলে মিলছে না আশানুরূপ ভাড়া।
 

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের প্রাণ জুড়াচ্ছে ফুটপাতের শরবত।

তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় পথচারীরা।

গরমের তীব্রতায় ক্যাপ ব্যবহার করছেন রিকশাচালকরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: