শৈশবের দুরন্তপনা...
ছবি তুলেছেন : মোহাম্মদ রাহাদ, সিভয়েস২৪ পাঠক
শৈশব মানেই দুরন্তপনা। শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন-জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। সেই হারানো ধুলোমাখা দিনগুলো আজো রঙিন হয়ে ভেসে উঠে স্বৃতির ক্যানভাসে। শৈশবের বন্ধুত্বে কত রঙিন গল্প লেখা হয়, তৈরি হয় স্মৃতি। অল্প অল্প টাকা জমিয়ে ঘণ্টায় ১০ টাকা সাইকেল ভাড়া করে সেই ছুটে চলার চিত্র ফুটে উঠেছে সিভয়েস২৪ পাঠক আলোকচিত্রী মোহাম্মদ রাহাদের ক্যামেরায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) হালিশহর সাগরপাড় থেকে তোলা ছবি।