Cvoice24.com

কর্ণফুলীর তীরের শুটকি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৩ ডিসেম্বর ২০২৩
কর্ণফুলীর তীরের শুটকি

সমুদ্র থেকে মাছ ধরে আনেন জেলে। সেই মাছ কিনে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বসে কেটেকুটে শুটকির জন্য প্রস্তুত করেন শ্রমিকরা। শীত মৌসুমে চট্টগ্রামসহ দেশের উপকূলজুড়ে মাছ শুকানোর ধুম পড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রতিবছর বৃহত্তর চট্টগ্রামে উৎপাদিত শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। নগরীর আছদগঞ্জে গড়ে উঠেছে শুটকির বিশাল পাইকারি বাজারও। ছবিটি কর্ণফুলী নদী সংলগ্ন বাকলিয়ার শুটকিপল্লী থেকে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ