Cvoice24.com

সন্দ্বীপবাসীর দুর্ভোগের যাত্রা শেষ হবে কবে

ছবি ও প্রতিবেদন : মাহমুদ হাসান, সিভয়েস২৪

প্রকাশিত: ১৯:১১, ৩০ মার্চ ২০২৪
সন্দ্বীপবাসীর দুর্ভোগের যাত্রা শেষ হবে কবে

গুপ্তছড়ার দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি।

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। জীবন-জীবিকার প্রয়োজনে এখানকার মানুষকে পাড়ি দিতে হয় ওই পথ।  একমাত্র নৌ ঘাট কুমিরা গুপ্তছড়া ঘাট। আবহাওয়ার পরিবর্তন হলেই যেন স্তব্ধ হয়ে যায়,দ্বীপের মানুষের জীবন। পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সন্দ্বীপ।

জাহাজে উঠতে যাত্রীদের পোহাতে হয় লালবোট বিড়ম্বনা।

নদী শান্ত থাকলে স্পিডবোটে যাত্রী পারাপার করা হয়,তবে সাগর উত্তাল থাকলে বন্ধ হয়ে যায় স্পিডবোট!

লাল বোট থেকে জাহাজে উঠছে যাত্রীরা।

লাল বোট থেকে আরেকটি বোটে,তারপর লোহার ব্রিজ হয়ে মূল জেটিতে উঠতে হয় যাত্রীদের।

নৌ যাতায়াতের আধুনিকতা যেন ছুঁতে পারেনি দ্বীপবাসীদের।জেটি পার হতে কেউ ব্যবহার করেন রিকশাভ্যান, আবার কেউ হেঁটে আসেন। ৭০০ মিটারে জনপ্রতি ২০ টাকা আর রিজার্ভ ১২০ টাকা করে দিতে হয় যাত্রীদের।সন্দ্বীপ গুপ্তছড়ায় আধুনিক জেটি হলেও সীতাকুণ্ডের কুমিরায় জেটির অবস্থা জরাজীর্ণ।টিকিটের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না দ্বীপবাসীর।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: