একমুঠো শৈশব হালিশহরের হালদা রোডে
মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬:০৯, ১১ ডিসেম্বর ২০২৩
শিশু-কিশোরদের দুরন্ত শৈশব কেড়ে নিয়েছে ইট পাথরে ঠাসা এ নগরী। হালিশহরের হালদা রোডের পাশে রেললাইন, রেললাইনের পাশের কলোনিতে পরিবারের সাথে থাকে এ শিশু কিশোররা। দুপুর গড়িয়ে বিকেল হলে একটু খেলাই যেন ওদের এতটুকু আনন্দ।
রোববার বিকেলে হালিশহরের হালদা রোডে মাহমুদ হাসানের ক্যামেরায় প্রকৃতি ও শৈশব যেন মিশে গেছে।