ডেঙ্গু কাড়লো সাড়ে তিন বছরের শিশুর প্রাণ
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার মৃত্যু হয় এই শিশুর। চারদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফাতেমা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছর এ পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে পাওয়া যায় ১ হাজার ৪৩৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ৯ জন।