Cvoice24.com

লোহাগাড়ায় ৪ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ৮ মে ২০২৩
লোহাগাড়ায় ৪ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

জব্দকৃত বালির স্তূপের সামনে ভাম্যমাণ আদালতের কর্মকর্তাবৃন্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ মে) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

জব্দকৃত বালুর স্থান সমূহ হচ্ছে— চুনতি ৯ নম্বর ওয়ার্ড জামতল ৩২ হাজার ৪শ ঘনফুট, কিল্লা ঘোনা বাজারের উত্তর পাশে ৩৬ হাজার ঘনফুট, পারেঙ্গা গোড়ার চর খালেরমুখ ৬১ হাজার ৫শ ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ ৪৩ হাজার ৮শ ৫০ ঘনফুট, পুটিবিলা সড়াইয়া এলাতায় ২ লক্ষ ৬ হাজার ঘনফুট সহ মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৭শ ৫০ ঘনফুট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।  এতে মোট তিন লক্ষ উনাশি হাজার সাতশ পঞ্চাশ  ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায়  অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়