কালুরঘাটে টেম্পোচাপায় কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ৩০ এপ্রিল ২০২৪
কালুরঘাটে টেম্পোচাপায় কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রামের কালুরঘাটে ফেরির বেইলি ব্রিজে টেম্পোর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা নুপুর (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার। 

সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত ওই কলেজশিক্ষার্থীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পো চালকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় এই মামলা দায়ের করেন।

টেম্পোচালক রেজাউল করিম জিসান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।

নিহত ফাতেমা তুজ জোহরা নুপুর বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির ডা. মো. হাসানের মেয়ে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিলেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পোটি জব্দ ও টেম্পোচালককে আটক করা হয়েছিল। মামলা দায়েরের পর চালককে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার সকাল ১০টার দিকে শহর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত টেম্পো ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে তীরে (বোয়ালখালীর দিকে) উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় টেম্পোটি ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রী নুপুরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

সর্বশেষ

পাঠকপ্রিয়