নগর গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা খারিজ

প্রকাশিত: ১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২০
নগর গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা খারিজ

জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ এনে নগর গোয়েন্দা পুলিশের সাবেক ৩ সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।

এর আগে সকালে মো. মোশারফ হোসেন নামের এক ব্যক্তি আদালতে হাজির হয়ে ৩ পুলিশ সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন। 

বাদি মো. মোশারফ হোসেন মামলায় অভিযোগ করেন, ২০১৮ সালের ১৫ মে আসিরা পরস্পর যোগসাজশে জোরপূর্বক তার কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছিল তারা হলেন- নগর গোয়েন্দা পুলিশের সাবেক ইন্সপেক্টর আবুল কালাম আজাদ (৫৫), সাবেক এস আই,আফসার উদ্দিন রুবেল(৩৮), কনস্টেবল রহমান (৩৫)। মামলার অপর আসামি হলেন-ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির (৪৮)।


সিভয়েস /এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়