বেলা বাড়ছে, ভোটারও বাড়ছে সীতাকুণ্ডে

সাইফুল রুবেল, সীতাকুণ্ড

প্রকাশিত: ১২:৩৮, ৮ মে ২০২৪
বেলা বাড়ছে, ভোটারও বাড়ছে সীতাকুণ্ডে

উপজেলা পরিষদ নির্বাচনে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। বুধবার সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথমদিকে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করে।

কেন্দ্রগুলো চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জুর নিজ ইউনিয়নে হলেও এখানে বেশিরভাগ কেন্দ্রে তার এজেন্ট দেখা যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয়রা বলেন, তিনি এজেন্ট দেওয়ার জন্য হয়তো কাউকে পাননি। অথবা তিনি ইচ্ছে করে এজেন্ট দেননি।

এ ব্যাপারে কথা বলতে ওই প্রার্থীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

জাফরনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিদুল আলম চৌধুরী বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। তবে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন দুপুর ১২টার দিকে সিভয়েস২৪-কে বলেন, ‘উপজেলার সবকটি ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আসেনি।’

নির্বাচনে সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে প্রার্থী দুজন। তারা হলেন- বাশঁবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) ও জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত কলম)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলায় মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭২ হাজার ৩৩ জন এবং মহিলা এক লাখ ৫২ হাজার ২০৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯২টি।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়