Cvoice24.com

দাবি আদায়ে চবির হলে তালা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২৭ নভেম্বর ২০২২
দাবি আদায়ে চবির হলে তালা

খাবারের মান বৃদ্ধি ও ওয়াশরুম সংস্কারসহ ১৫ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রবিবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।

ছাত্ররা জানান, এ এফ রহমান হলে খাবারের অবস্থা খুবই খারাপ। ডাইনিংয়ে দীর্ঘদিন পর্যন্ত কর্মচারী সংকট। পানিগুলোতে মাত্রাতিরিক্ত আর্সেনিক। পানির রং লাল থাকায় হাউজে গোসল করা যায় না। তাই এসব সমস্যা সমাধানের লক্ষ্যে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ছাত্র মেহেদী হাসান মিঠুন সিভয়েসকে বলেন, ‘গত এক মাস আমাদের হলে কোনো প্রভোস্ট নেই। এক প্রকার অভিভাবক শূন্য আমরা। বিভিন্ন সমস্যা জানালেও তার সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে তালা দিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

১৫ দফা দাবিগুলো হলো— ওয়াশরুম সংস্কার করতে হবে, প্রতি ব্লকে ওয়াটার ফিল্ডার দিতে হবে, ডাইনিংয়ে লোক সংখ্যা বাড়াতে হবে, খাবারের মান বৃদ্ধি করতে হবে, আর্সেনিকমুক্ত পানি দিতে হবে, মশা নিধনের ব্যবস্থা করতে হবে, খেলার মাঠ সংস্কার করতে হবে, খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা, বিভিন্ন রুমে আসবাবপত্র নিশ্চিত করতে হবে এবং ড্রেনেজ সংস্থার ও পরিষ্কার রাখতে হবে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়