দ্বিতীয়বারের মতো মা হলেন রিয়ানা
বিনোদন ডেস্ক
দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের মা হলেন মার্কিন পপ তারকা রিয়ানা। চলতি আগস্ট মাসের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড।
এতে বলা হয়, চলতি মাসের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন রিয়ানা। গত ৩ আগস্ট শিশুটি নিয়ে রিয়ানা লস অ্যাঞ্জেলসে আসেন। শিশুটির নাম এখনও জানা যায়নি। তবে বলা হয়েছে তার নামের আদ্যক্ষর আর।
গত বছরের মে মাসে প্রথম সন্তানের মা হন রিয়ানা। আর চলতি বছরই দ্বিতীয়বার অন্ত্বঃসত্তা হওয়ার খবর জানান তিনি।
২০২০ সাল থেকে র্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। পরে ২০২২ সালের ১৩ মে এ যুগলের প্রথম পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়। তার এক বছর পরই দ্বিতীয় সন্তানের আগমন।