Cvoice24.com

অটো ডাউনলোড সুবিধা চালু হলো ইউটিউব মিউজিকে  

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২০ মার্চ ২০২৩
অটো ডাউনলোড সুবিধা চালু হলো ইউটিউব মিউজিকে  

নতুন একটি ফিচার চালু করেছে ইউটিউব মিউজিক। এখন থেকে ব্যবহারকারীরা ইউটিউবের যেকোনো গান চালু করলেই সেটি অটো ডাউনলোড হবে। তবে ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড ভার্সনেই পাওয়া যাবে। সম্প্রতি তথ্যটি নিশ্চিত করেছে নাইনটুফাইভ গুগল ।

জানা গেছে, নতুন ফিচারটিতে অটোমেটিকভাবেই সর্বশেষ ২০০টি চালু হওয়া গান ডাউনলোড হয়ে যাবে। 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ফিচারটি নাইনটুফাইভ গুগল ও টিওআই-গ্যাজেট এর সদস্যরাও ব্যবহার করতে পারছেন। কিন্তু নতুন এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপসনকারীরাই পাবেন। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ডাউনলোড হওয়ার গানগুলো ইউটিউব মিউজিকের প্লে-লিস্টে পরবর্তীতে আর দেখা যায় না।

তবে গেল ফেব্রুয়ারিতেই নতুন এই ফিচারটি নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিল ইউটিউব মিউজিক। এটি এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করলেও ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীরাও  সুযোগ পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়