Cvoice24.com

৫০ দিন পর করোনায় সর্বোচ্চ রোগী শনাক্ত, মৃত্যু নেই

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২২
৫০ দিন পর করোনায় সর্বোচ্চ রোগী শনাক্ত, মৃত্যু নেই

ছবি: সংগৃহীত

করোনায় দৈনিক শনাক্ত গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ৫০০ ছাড়িয়েছে। আর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশ। 

এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
  
রবিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৩৯ জন রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৮৪ জন করোনা রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়