রামগড়ে বিজিবি’র অভিযানে ১৫টি ভারতীয় গরু জব্দ
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযানে সীমান্ত পথে অবৈধভাবে রামগড়ে প্রবেশের সময় ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত গরুগলোর আনুমানিক মূল্য ৫ লক্ষ ১৫ হাজার টাকা।
শুক্রবার (৫ আগস্ট) বেলা ২টা থেকে ৩টার মধ্যে পৃথক গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রামগড় ব্যাটালিয়নের বাগানবাজার বিওপির সুবেদার মো. শাহ আলম ও মহামুনি বিওপির নায়েব সুবেদার আল-মামুন সিকদার এর নেতৃত্বে পৃথক দুইটি টহল দল রামগড়ের ফেনী নদীরকুল চর এলাকা হতে মালিকবিহীন ১০ টি ও ফেনীনদীর কুল হতে মালিকানাবিহীন ২ টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ১৫ হাজার টাকা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় রামগড় বিওপির হাবিলদার একেএম বদরুল আলম এর নেতৃত্বে রামগড় বিওপির বল্টুরাম এলাকা থেকে মালিকবিহীন আরো ৩টি ভারতীয় গরু জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
দাপ্তরিক প্রক্রিয়া শেষে গরুগুলো সীতাকুণ্ড কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর জোন উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে মাদক, গরু ও কাঠসহ যে কোনো পণ্য সামগ্রী পাচাররোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।