লাশবাহী মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ স্কুলের সামনে লাশবাহী মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল মাসাপ্রু মারমা (৭) নামে এক স্কুলছাত্রীর। সোমবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহত মাসাপ্রু মারমা উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার কন্যা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আজ সকাল ৯ টার দিকে মাসাপ্রু স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় লাশবাহী (ঢাকামেট্রো-ছ-৭১-১৬৮১) মাইক্রোবাসের নিচে পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে লাশের সুরতহাল পরিদর্শন করে জানান, মরদেহের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।