Cvoice24.com

বাঘাইছড়িতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১ ডিসেম্বর ২০২৩
বাঘাইছড়িতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক থেকে পড়ে দিদারুল আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর মাঝিপাড়া সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দিদারুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজেকের উদয়পুর এলাকায় একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন শ্রমিক দিদারুল। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: