Cvoice24.com

জরিমানা গুনলেন রামগড়ের ৩ ইটভাটা মালিক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ৩১ জানুয়ারি ২০২৪
জরিমানা গুনলেন রামগড়ের ৩ ইটভাটা মালিক

খাগড়াছড়ির রামগড়ে তিনটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় অবস্থিত মেসার্স নুর ইসলাম ব্রিককে ১ লাখ টাকা ও হাজেরা ব্রিক ফিল্ড এবং বলিটিলায় অবস্থিত নূরজাহান ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে ইটভাটা তিনটির মালিককে অর্থদণ্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।’

এর আগে সকাল ১১টার সময় উপজেলার রামগড় বাজারে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ আইনে পরিচালিত মোবাইল কোর্টে ৫ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়