উপজেলা নির্বাচনে রামগড়ে ১০ জনের মনোনয়ন জমা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া তিনজন
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের ও কংজঅং মারমা মনোনয়ন জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মোবারক হোসেন, মো. ওমর ফারুক, মো. নুরুল আমিন ও মো. শামসুদ্দিন মিলন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও নাছিমা আহসান নিলা মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, এবার প্রথমবারের মতো সব প্রার্থীর মনোনয়ন অনলাইনে জমা হয়েছে। আগামী ১৭ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ।
রামগড় উপজেলার একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৭শত ১৯ জন এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৮ শত ৩২ জন ও মহিলা ভোটার ২২ হাজার ৮ শত ৮৭ জন।