সাতকানিয়ায় অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

প্রকাশিত: ১০:০৭, ২ জুন ২০১৮
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দেশ এখন কঠিন সংকটময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে।

দেশে গণতন্ত্র আইনের শাসন একেবারে নেই বললেই চলে। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার প্রক্রিয়ায় এটাই প্রমাণ করে যে দেশে আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগ নিজের পছন্দমত নিয়ন্ত্রণ করছে। দেশের মাদকবিরোধের নামে যে হত্যাকান্ড চালাচ্ছে তাতে দেশের সাধারণ জনগণ উদ্বিগ্ন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশমাতার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। তিনি অচিরেই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। অন্যথায় কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নওয়াব মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আবদুল্লাহ, সহ আইন বিষয়ক সম্পাদক এড. এরশাদুর রহমান রিটু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আহমেদ, দক্ষিণ জেলা যুবদল সাধারণ সম্পাদক মো: শাহজাহান, সাতকানিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এ রহিম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এস এম গিয়াস উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রমজান আলী, আবু তাহের, শরীফুল আলম, জান্নাতুল নাঈম রিকু, প্রবাসী নেতা জসিম উদ্দিন, এড. দেলোয়ার, বজল আহমেদ, আহমেদুল হক, সৈয়দ নুর সিকদার, শামসুল আলম, রমজান আলী, আবদুল জলিল, সাহাব উদ্দিন, আইয়ুব বাচ্চু, সাইফুদ্দিন, ফরহাদী, হুমায়ন কবির, দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি সাজেদুল আলম মিন্টু, মো: হাসান, হাজী আবু তালেব, মামুনুর রশিদ মামুন, মো: ইলিয়াস, আবদুল মান্নান, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো: মুহসীন, সাধারণ সম্পাদক খালেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির, পৌরসভা ছাত্রদল নেতা গিয়াস উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আরিফুল ইসলাম, নাঈমুল আলম খোকন, রুবেল, শওকত বাপ্পী, বাবর, ফিরোজ, জলিল প্রমুখ।

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়