রক্তদানে সচেতনতা তৈরিতে বিয়ে বাড়িতে ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প

প্রকাশিত: ১৭:০৩, ১২ জুলাই ২০১৯
রক্তদানে সচেতনতা তৈরিতে বিয়ে বাড়িতে ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প

রক্তদান সচেতনতার তৈরি করতে এবার চট্টগ্রামে এক বিয়ে বাড়িতে আয়োজন করা হলো ব্লাড গ্রুপিং ক্যাম্পের। ব্যতিক্রমী এই উদ্যোগটি বাস্তাবায়ন করেছে চাটগাঁইয়া ব্লাড ব্যাংকে নামে একটি সংগঠন।

রক্ত সংগ্রহ ও রক্তদান সচেতনতা সৃষ্টিতে কাজ করা এই সংগঠনটির পরিচালক গোলাম রসুলের বিয়েতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার শাহ আমানত কনভেনশন হলে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া প্রায় দুই শতাধিক অতিথির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনে সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোশারাফুল হক পাভেল, সদস্য ইফতেখার উদ্দিন ইফতি,নাজিম উদ্দিন সাইফুল,খোকন , ফারুক, আকতার হোসেন এলিট, রনি খান, সাইদুল আলম রাকিব, মোফাসসেল হোসেন রিপন, এমদাদ,মুজিব,বাদশা,  বাপ্পি, সাইফু  উদ্দিন, সামশুদ্দিন, টুম্পা, আকবর, রেজা,
আমজাদ, রিয়াজ, মিরু চৌধুরি, জিহান, রুবেল প্রমুখ।

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়