আফছারুল আমীনের আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৮ জুন ২০২৩
আফছারুল আমীনের আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই

সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলি ও হালিশহর) আসনে উপ-নির্বাচন হবে আগামী ৩০ জুলাই।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। পরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বিস্তারিত সময়সূচি সাংবাদিকদের জানান।

ইসি সচিব বলেন, চট্টগ্রাম-১০ আসনেরে উপনির্বাচন আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই। নির্বাচনের সব ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে এবং থাকবে সিসি ক্যামেরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়