Cvoice24.com

সীতাকুণ্ডে বিস্ফোরণ/
ছবিতে ৪র্থ দিনে চমেক হাসপাতালের চিত্র

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ৭ জুন ২০২২
ছবিতে ৪র্থ দিনে চমেক হাসপাতালের চিত্র

বিস্ফোরণে আঘাত পেয়ে ৪ দিনেও চোখ মেলতে পারছে না আহত শেখান্দার।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার ৪র্থ দিনে আগুন নিয়ন্ত্রণে চলে এলেও, নিহত মানুষদের লাশের সারি থামেনি। থামেনি নিখোঁজদের খুঁজতে আসা সজনদের আহাজারি। আজ সোমবার বিস্ফোরণের ৪র্থ দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্থির চিত্র তুলে এনেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী দেবাশীষ চক্রবর্তী।

বিস্ফোরণে আহত হওয়া মো. বাবুলকে সেবা করছেন তার মা ও স্ত্রী।

সীতাকুণ্ডের ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় চোখে ক্যামিকেল পড়ায় চোখে কম দেখছেন মো. রাজু রহমান।

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় ড্রাইভার মাঈনুদ্দীন এখনও নিখোঁজ।

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মো. আবদুল হোসেনের ছবি।

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের রক্ত দিতে রেড ক্রিসেন্ট বুথে মা ও মেয়ে।

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় আহত ও তাদের স্বজনদের জন্য দুপুরের খাবার নিয়ে সাহায্যকারী সংগঠন।

বিস্ফোরণের ঘটনার ৪ দিন পর ডিপো থেকে নিখোঁজ দুই ফায়ার কর্মীর লাশ নিয়ে নামছেন সহকর্মীরা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়