সন্দ্বীপে ভোটার উপস্থিতি কম

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ৮ মে ২০২৪
সন্দ্বীপে ভোটার উপস্থিতি কম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৬ কেন্দ্রে চলছে ভোট। তবে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। স্থানীয়রা বলছেন, সকালে বৃষ্টি হয়েছে। এজন্য ভোট দিতে আসেননি ভোটাররা। এখন বৃষ্টি নেই, উপস্থিতি বাড়তে পারে। 

সরেজমিনে দেখা যায়, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়, মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল দশটা পর্যন্ত মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩২০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ২০টি। সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে ৪৬৬৭ ভোটারের মধ্যে সকাল থেকে ভোট পড়ছে ১০৫টি এবং উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৫০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮৪টি। 

সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার  আকতারুজ্জামান সুজন জানান, ভোটারের উপস্থিতি কম। তবে আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়বে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

মেহেদী হাসান নামে এক তরুণ বলেন, ‘সকালে বৃষ্টির মধ্যে আমরা ভোট দিতে এসেছি। বয়স্করা আসতে চাচ্ছেন না।’

সকাল দশটা পর্যন্ত এই তিন কেন্দ্রে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছে মাত্র এক শতাংশ। তিন কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মাঈন উদ্দীন মিশনের কোনো এজেন্ট পাওয়া যায়নি। 

এবারের নির্বাচনে সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মাঠের লড়াইয়ে রয়েছেন দুই জন। তারা হলেন- আনারস প্রতীকের এস এম আনোয়ার হোসেন ও কাপ-পিরিচ প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। এখানে মোট ভোটার দুই লাখ ৪৫ হাজার ৬৭৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৬ হাজার ৬৮৯ জন, মহিলা ভোটার এক লাখ ১৮ হাজার ৯৮৫ জন। মোট ভোটকেন্দ্র ৮৫টি।

সর্বশেষ

পাঠকপ্রিয়