গভীর অরণ্য থেকে ফাঁদে আটক ২ বনমোরগ উদ্ধার, শিকারীরা অধরা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২২:০৪, ১৩ এপ্রিল ২০২৪
গভীর অরণ্য থেকে ফাঁদে আটক ২ বনমোরগ উদ্ধার, শিকারীরা অধরা

রাঙ্গামাটির কাপ্তাই রাইখালীর গভীর অরণ্য থেকে শিকারীদের ফাঁদসহ ২টি বনমোরগ উদ্ধার করা হয়েছে। তবে শিকারীদের কাউকে আটক করা যায়নি। 

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব বনমোরগ উদ্ধার করা হয়। 

এদিকে, অভিযানের সংবাদ পেয়ে শিকারীরা ফাঁদে আটক ২টি বনমোরগ রেখে পালিয়ে যায়। পরে উদ্ধার করা একটি বনমোরগ রাংগুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কে পাঠানো হয়। অন্যটি বনে অবমুক্ত করা হয়েছে। 

বনপ্রহরী মো. হাসান জানান, অভিযানে ২টি বনমোরগসহ একটি ফাঁদ জব্দ করা হয়। আটককৃত ফাঁদ আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বন্যপ্রাণী সম্পর্কিত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়