রাঙামাটির দুর্গম দুই উপজেলা
হেলিকপ্টারে উড়িয়ে নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ৬ মে ২০২৪
হেলিকপ্টারে উড়িয়ে নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাঙামাটির দুর্গম দুই উপজেলায় হেলিকপ্টারে উড়িয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সোমবার থেকে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়।

আগামী ৮ মে এ দুই উপজেলাসহ রাঙামাটির ৪ উপজেলায় ভোট গ্রহণ হবে।

উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন বলেন, দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালেট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয়া হচ্ছে। আগামীকাল জেলার অন্যান্য উপজেলায় ব্যালেট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়