ফটিকছড়ির দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ১৫ নভেম্বর ২০২১
ফটিকছড়ির দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

ফটিকছড়িতে বিএসটিআইয়ের অভিযানে দু্ই প্রতিষ্ঠানকে জরিমানা

লাইসেন্স ছাড়া বিস্কুট ও পাউরুটি উৎপাদন করে বাজারজাত করা আর নিবন্ধন ছাড়া দই উৎপাদন করে বাজারে বিক্রি করায় ফটিকছড়ির দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই। 

সোমবার (১৫ নভেম্বর) উপজেলার পাইন্দং ও বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর এ জরিমানা করেন। 

তিনি প্রতিষ্ঠান দুটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেন। এছাড়া জুয়েলারি দোকানে মেট্রিক পদ্ধতি ব্যবহার করায় সতর্ক করেন।

অভিযানে বিএসটিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো: শহীদুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. মুকুল মৃধা।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো: শহীদুল ইসলাম বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করায় খোরশেদ এন্ড সন্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য, নিবন্ধন ছাড়া দই মোড়কজাত করায় ফোর স্টার জামান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়