লোহাগাড়ায় টিলা কাটায় একজনকে ৬ লাখ টাকা জরিমানা 

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ এপ্রিল ২০২৩
লোহাগাড়ায় টিলা কাটায় একজনকে ৬ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রামের লোজাগাড়ার চরম্বা তেলিবিলা পদ্ম পুকুর পাড় এলাকায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে মো. নাজিম উদ্দিন (৪০) প্রকাশ নাজিম মৌলভীকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, গত ১৬ এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার চরম্বা তেলিবিলা এলাকায় টিলা কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে ১টি ড্রাম ট্রাক ও ১টি মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়। অভিযানে খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। মঙ্গলবার মাটি কাটার সাথে জড়িত নাজিম উদ্দিন মাটি কাটার বিষয়টি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, ইউপি সদস্য মো. সোলাইমান, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়