মহাসড়কে ‘জ্বালাও পোড়াও’, চন্দনাইশে গ্রেপ্তার ২
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘জ্বালাও পোড়াও’ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের চন্দনাইশ বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— মো. জায়েদ (২০) ও মো. জাকির হোসেন প্রকাশ জাগির (৪০)। জায়েদ সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের আজিমপুর ৫ নম্বর ওয়ার্ডের মনির আহম্মদের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, গতকাল পিকেটিংয়ের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।