সাংবাদিক জাহেদ হোসাইনকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৯ মে ২০২৪
সাংবাদিক জাহেদ হোসাইনকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বেচাকেনা, অবৈধ বালু ব্যবসার রমরমা কারবার সাতকানিয়ার কালিয়াইশে। এসব নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইনকে প্রাণ নাশের হুমকি দিয়েছে অপরাধীরা। এ ঘটনায় সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। তবে ঘটনার ১২ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

সিভয়েস২৪, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও দৈনিক যায়যায়দিনে কর্মরত সাংবাদিক জাহেদ হোসাইন।

লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৯ মে) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা। এতে বক্তারা বলেন, দোহাজারীর মেধাবী শিক্ষার্থী সাজ্জাদ হত্যা এবং সাংবাদিক জাহেদ হোসেনকে প্রাণনাশের হুমকি একই সূত্রে গাঁথা। কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদের ছেলে দেলোয়ার হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে মাফিয়া গডফাদার হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।

এসবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা  না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি আবদুল জাব্বার ফিরোজ, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন, দৈনিক আজাদী প্রতিনিধি মারুফ খান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এরশাদ হোসাইন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার , আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন, আজকের বসুন্ধরা প্রতিনিধি তাহমিদুল আলম কাউছার , সাংবাদিক মিরদাদ হোসেন, সমাজকর্মী বোরহান উদ্দিন সুজন প্রমুখ।

এর আগে গত ৬ মে (সোমবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দোহাজারী প্রেস ক্লাব।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাংবাদিক নুরুল আলম মাষ্টার, আবু তোরাব চৌধুরী, এস এম রহমান, মোহাম্মদ কমরুদ্দীন, খালেদ রায়হান, আজগর আলী সেলিম, এস এম রাশেদ, এম ফয়েজুর রহমান, এম এ হামিদ, সৈকত দাশ ইমন, মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা, মোহাম্মদ শহিদুল ইসলাম, এসএ এম মুনতাসীর, মোহাম্মদ আরাফাত হোসেন, আরিফুর ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, আয়ুব মিয়াজী, মোহাম্মদ নজরুল ইসলাম কালিইয়াশী, দোহাজারী পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়