Cvoice24.com

এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

সিভয়েস ঢাকা

প্রকাশিত: ১২:১৮, ৮ মার্চ ২০২১
এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়ার জন্য ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য দেশের সব শিক্ষা বোর্ড থেকে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। মাউশি গতকাল রোববার (৭ মার্চ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের ১১ মার্চের মধ্যে এইচএসসি উত্তীর্ণদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি ও ই–মেইলে ([email protected]) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

অধিদপ্তরের দেওয়া ছকে প্রতিটি বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ–৫ ছাড়া উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা চাওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়