চমেক হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি, ওয়ার্ড বয় গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

সরকারি ওষুধ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ডবয়।
রবিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের পূর্ব গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম রাউজানের মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে। বিশেষ অনুমতির ভিত্তিতে কাজ করতো হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে
পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান বলেন, হাসপাতাল থেকে ওষুধগুলো চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।