Cvoice24.com

অবৈধ অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৬ বাংলাদেশি যুবক আটক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ৩১ আগস্ট ২০২৩
অবৈধ অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৬ বাংলাদেশি যুবক আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানা পুলিশ।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ওই বাংলাদেশি ৬ যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করে। 

জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সাব্রুম থানা পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকরা চা বাগানে দৌঁড়াতে থাকে এবং পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে নিয়ে যায় সাবরুম থানায়।

গ্রেফতারকৃতরা হলেন, রুবেল হোসেন (২১),  ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), গিলাতলীর মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০) আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্ধা। 

সূত্র জানায়, বর্তমানে ওই ছয় বাংলাদেশী যুবককের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানা পুলিশ।  

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশী যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি। তবে রামগড় বিজিবির আওতাধীন সীমান্ত পথে প্রবেশ করেছে এমন তথ্য আমার কাছে নেই। ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়