ঢাকায় এলো চীনের উপহারের ৬ লাখ টিকা

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ১৩ জুন ২০২১
ঢাকায় এলো চীনের উপহারের ৬ লাখ টিকা

ঢাকায় এলো চীনের উপহারের ৬ লাখ টিকা

চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সিনোফার্মের এসব টিকা নিয়ে রোববার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ দুটি উড়োজাহাজ ঢাকায় পৌঁছায়। 

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান গণমাধ্যমে  আজ বিকাল পাঁচটা ২৯ মিনিট এবং পাঁচটা ৩৩ মিনিটে টিকা নিয়ে উড়োজাহাজ দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, টিকা বহনকারী বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান সাড়ে পাঁচটার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়। বাংলাদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগ পর্যন্ত এসব টিকা এভাবে সংরক্ষণ করা হবে।

এর আগে সকালে টিকা নিয়ে দুটি সি-১৩০জে বিমান ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। শনিবার রাতে চীনে যায় বিমান বিমান দুটি।

গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়। 

গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

সর্বশেষ

পাঠকপ্রিয়