Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

লাইসেন্স দিতে অনিয়ম, লুঙ্গি পরে বিআরটিএ কার্যালয়ে দুদক টিমের হানা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ১৬ জানুয়ারি ২০২৩
লাইসেন্স দিতে অনিয়ম, লুঙ্গি পরে বিআরটিএ কার্যালয়ে দুদক টিমের হানা

সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  রাঙামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছে।

জানা গেছে,  রাঙামাটি  জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক। অভিযানে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য কার্যালয়ে আসে। পরে দুদকের অন্যসদস্যরা এসে অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন বলে জানান। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে চাননি দুই সহকারী পরিচালক।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা  রাঙামাটিতে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। একমাত্র বাহনের কারণে অটোরিকশাই  রাঙামাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে শহরে অটোরিকশা পরিমাণ বাড়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়