পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে জরিমানা গুনলেন রাঙামাটির দুই ব্যবসায়ী
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি শহরের বনরূপা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ ডিসেম্বর) রাঙামাটির বনরূপা বাজারে অভিযান পরিচালনা করে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ অভিযান পরিচালনা করেন।
পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় এক দোকানিকে ১০ হাজার টাকা এবং আরেক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়া বনরূপা বাজারের ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর কারণে একটি সবজি দোকান ও একজন মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুই দোকানি মূল্য তালিকা প্রদর্শন করে নি এবং বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করলেও ক্রয় রশিদ দেখাতে পারেননি।