রাজস্থলীতে চায়ের দোকানে আগুন, দোকানি দগ্ধ
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানি দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে।
দগ্ধ দোকানি হলেন দীপংকর দাশ (৩২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দগ্ধ দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা ও মৃত অমর দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারে আগুনে। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, রাজস্থলী বাজারে আগুনের ঘটনায় হাসপাতালে দগ্ধ একজনকে আনা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়েছে। তবে শ্বাসনালি দিকটা পুড়েনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
রাজস্হলী ফায়ার ষ্টেশনের লিডার জুয়েল বড়ুয়ার নেতৃত্বে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হযই। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।