রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৩২, ২ মে ২০২৪
রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

রাঙামাটিতে কয়েকদিনের তীব্র তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে রাঙামাটির আকাশ মেঘলা ছিল। ৯টার দিকে শুরু হয় বৃষ্টি। একটানা অঝোরে ঝরে ১৫মিনিট। এরপর বন্ধ। এখনো আকাশ মেঘলা। কিছুক্ষণ পর পর ছোট ছোট বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে।

রাঙামাটি শহর ছাড়াও রাঙামাটির রাজস্থলী, কাপ্তাই, বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল উপজেলায়ও কম বেশি বৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টিতে খুশি রাঙামাটির মানুষ। বিশেষ করে কৃষিজীবীরা। 

বৃষ্টিতে ঘুরতে বের হওয়া মো. রফিক জানান, তীব্র গরমের পর বৃষ্টি শুরু হয়েছে। এ জন্য উপভোগ করতে বের হয়েছি। বেশ ভালো লাগছে। আমার কুমড়ো ক্ষেত রয়েছে। সেগুলো রক্ষা পাবে।

এর আগে জেলাজুড়ে ৩৬- ৩৮ ডিগ্রিতে উঠা-নামা করছিল তাপমাত্রা। যা জনজীবনে অস্বস্তি তৈরি করে। বিভিন্ন উপজেলায় অকালে ঝড়ে যেতে শুরু করে অপরিপক্ষ আম-লিচুসহ বিভিন্ন ফল ।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়