Cvoice24.com

বাঁশখালীতে ৩ পদে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ১০ মে ২০২৪
বাঁশখালীতে ৩ পদে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ৩ পদে ১৪ জন প্রার্থী। বৃহস্পতিবার (৯ মে) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। 

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক সিকদার, জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরানুল হক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন- মো. আক্তার হোসাইন, মো. আরিফুজ্জামান, এম এ মালেক মানিক, আরিফুর রহমান সুজন, ইমরুল হক চৌধুরী ফাহিম ও মৌলানা ওসমান গণি। 

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেন উপজেলার পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার ও নুরীমুন আক্তার।

আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে এবং ভোটগ্রহণ হবে ৫ জুন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: