সলিমপুরের পাহাড়ি আস্তানা থেকে ২৭ মামলার আসামি ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ৬ ডিসেম্বর ২০২১
সলিমপুরের পাহাড়ি আস্তানা থেকে ২৭ মামলার আসামি ধরা

কাজী মশিউর রহমানকে (৬০)

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর থেকে ২৭টি মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাহাড়ী আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মশিউর খুলনা জেলার ফুলতলা পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, সলিমপুর এলাকায় পাহাড়ী আস্তানায় মশিউর অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ানশুটারগান, ২ টি এলজি, ১টি দুনলা বন্দুক, ১টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ সে জানায় অবৈধ অস্ত্রগুলি ছিন্নমূল এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য আনা হয়েছিল। 

তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, অপহরণ ও জবর দখলসহ বিভিন্ন অপরাধের মোট ২৭টির অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে ২০১৭ সালের ২৩ অক্টোবর  ১৬টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন মশিউর। পরে জেল থেকে জামিনে বের হয়ে সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়