সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ৩ জানুয়ারি ২০২৪
সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেসের বগিটি উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে বগিটি ছাড়া সীতাকুণ্ড ছেড়েছে দুর্ঘটনা কবলিত চট্টলা এক্সপ্রেস ট্রেনটি।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় ট্রেনটির পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

রেল পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (ঠ) লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনের বাইরে চলে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এই বগি ছাড়া বাকি ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

সীতাকুণ্ড রেলস্টেশনের ইনচার্জ স্টেশনমাস্টার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত বগিটির উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়