সীতাকুণ্ডে গণডাকাতি
সিভয়েস২৪ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়দারেগাহাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামে সাংবাদিক হাসান ফেরদৌসের
সহ পাশের তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য মোমিন মেম্বার জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে প্রবেশ করে। সেখান তাদের বাড়ির কেয়ারটেকার মো: রফিক মিয়াকে মারধর, অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজার তালা ভেঙ্গে আলামারী খুলে তাণ্ডব চালায়। অবশ্য এ সময় বাড়িতে সাংবাদিকের পরিবারের কেউ ছিলেন না।
পরে ডাকাতদল পার্শ্ববর্তী আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে লুটপাট করে। সেখানেও তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।
বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর