কক্সবাজারে রোটারি জেলা-৩২৮২’এর প্রশিক্ষণ কোর্স

প্রকাশিত: ০৭:৫১, ২৭ এপ্রিল ২০১৯
কক্সবাজারে রোটারি জেলা-৩২৮২’এর প্রশিক্ষণ কোর্স

কক্সবাজারে রোটারি জেলা-৩২৮২’এর প্রশিক্ষণ কোর্স

রোটারি জেলা-৩২৮২’এর ২০১৯-২০ বছরের নির্বাচিত গভর্নর অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর বলেছেন, গরিব ও দুঃখী মানুষের জন্য বিভিন্ন কাজের মাধ্যমে রোটারি আন্তর্জাতিকভাবে একটি বৃহত্তর সেবামূলক প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। 

রোটারি জেলা-৩২৮২’এর  উদ্যোগে শুক্রবার কক্সবাজার লং বিচ হোটেলে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণকালে আতাউর রহমান পীর উপরোক্ত মত প্রকাশ করেন। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাক্তন গভর্নর এম. এ. আউয়াল, এম. এ. আহাদ, প্রকৌশলী আবদুর রশিদ, প্রফেসর তৈয়র চৌধুরী, বর্তমান গভর্নর দীল নাসিন মহসিন, ও ২০-২১ এর জন্য নির্বাচিত গভর্নর ডা. বেলাল উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রোটারি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিনিয়র রোটারিয়ানরা। 
জেলা অ্যাসেম্বলি-২০১৯ এর ব্যবস্থাপনার কমিটি চেয়ারম্যান প্রকৌশলী মতিউর রহমান ও রোটারি ক্লাব অব দি চিটাগং খুলশীর ২০১৯-২০ এর জন্য নির্বাচিত সভাপতি রোটারিয়ান আবু দাউদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স রোটারি জেলা-৩২৮২ এর আওতাধীন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক রোটারিয়ান এতে অংশগ্রহণ করেন। 
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নৃত্য পরিবেশন করে স্থানীয় সংস্কৃতিক গোষ্ঠী। 
সন্ধ্যার পর  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

সিভয়েস/আই
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়