মিয়ানমার থেকে ফেরার পথে ১৭৩ বাংলাদেশী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২৪ এপ্রিল ২০২৪
মিয়ানমার থেকে ফেরার পথে ১৭৩ বাংলাদেশী

মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পথে ১৭৩ জন বাংলাদেশী। মঙ্গলবার (২৪ এপ্রিল) সমুদ্র পথে তারা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া কোস্টগার্ডের ঘাটে পৌঁছাবেন। ফলে স্বজনদের ভিড় বাড়ছে ঘাটের আশপাশে।

জানা গেছে, মিয়ানমারের সিতোয়া কারাগার থেকে এই ১৭৩ জন বাংলাদেশী নাগরিককে জাহাজে করে আনা হচ্ছে। ইতোমধ্যে চিন ডুইন নামের মায়ানমারের জাহাজটি বন্দর ত্যাগ করেছে। তারা সীমান্তে প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশীদের হস্তান্তর করবে। এরপর তাদের কক্সবাজারে এনে স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে আইনশৃংখলা বাহিনীর একটি সূত্রে জানা গেছে।

ফেরত আসা ১৭৩ বাংলাদেশীর মধ্যে ১২৯ জন কক্সবাজারের বিভিন্ন এলাকার, ৩০ জন বান্দরবান এবং অন্যরা রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার।

সর্বশেষ

পাঠকপ্রিয়