ঘূর্ণিঝড় সিত্রাং/
কক্সবাজারে দুজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২৫ অক্টোবর ২০২২
কক্সবাজারে দুজনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সৈকত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফ নদীবন্দরে শৌমিং (৭১) নামে মিয়ানমারের এক নাগরিক জাহাজ থেকে পড়ে এবং সোহেনা নামে ৯ বছরের এক শিশু পানিতে পড়ে মারা গেছে।

মঙ্গলবার লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ডেক থেকে পড়ে শৌমিং (৭১) নামের একজনের মৃত্যু হয়। তিনি মিয়ানমারে নাগরিক। তিনি ওই জাহাজের বাবুর্চি ছিলেন। 

অন্যদিকে সোমবার রাতে ঝড়ের সময় পুকুরে পড়ে নিখোঁজ হয় টেকনাফ পৌরসভার  ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার বাসিন্দা জাফর আলমের মেয়ে সোহেনা (৯)। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার মরদেহটি ভেসে উঠে।

ওসি মো. হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়