Cvoice24.com

চট্টগ্রাম বন্দর থেকে গম নিয়ে লাইটার জাহাজ ডুবল বঙ্গোপসাগরে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ১৮ মে ২০২২
চট্টগ্রাম বন্দর থেকে গম নিয়ে লাইটার জাহাজ ডুবল বঙ্গোপসাগরে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে গমবোঝাই করে ঢাকায় যাওয়ার সময় বঙ্গোপসাগরের লক্ষ্মীপুর চ্যানেলে এসে দুর্ঘটনার কবলে পড়ে ‘এমভি তামিম’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বুধবার (১৮ মে) বেলা সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুরের রামগতি পাইলট বিচ সংলগ্ন তিল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে ১৬শ’ টন গম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় লাইটার জাহাজটি। বুধবার দুপুরে জাহাজটি রামগতির তিল্লার চর এলাকায় এসে পৌঁছালে বঙ্গোপসাগরে পানির নিচে থাকা অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজের হেজ ফেটে পানির নিচে গমসহ তলিয়ে যায় জাহাজটি। 

লাইটার জাহাজটি পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জামাল হোসেন বলেন, লাইটার  জাহাজটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল। কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। ওই জাহাজে ১২ জন নাবিক ছিল। পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ তাদেরকে নিরাপদে উদ্ধার করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়