শুল্ক ফাঁকি দিয়ে আমদানি 
চাক্তাইয়ে ৫শ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ২১ এপ্রিল ২০২৪
চাক্তাইয়ে ৫শ বস্তা ভারতীয় চিনি জব্দ

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ৫শ’ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে র‍্যাব-৭। এসময় এক অসাধু ব্যবসায়ীকে আটকের পাশাপাশি চিনি পরিবহনে ব্যবহৃত লরিটিও জব্দ করা হয়।

রবিবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

আটক ওই ব্যবসায়ীর নাম মো. বোরহান আলমদার (২৭)। তিনি পটিয়া উপজেলার আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (শনিবার) বাকলিয়া থানার মধ্যম চাক্তাই চাউলপট্টি এলাকা থেকে ৫শ বস্তা (২৫ মেট্রিক টন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহণে ব্যবহৃত একটি লরি জব্দসহ একজনকে আটক করা হয়। ৩৭ লাখ ৫০ হাজার টাকার এই চিনি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে। 

র‍্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রয় করে আসছে আটক ওই আসামি। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত চিনি আইনগত ব্যবস্থার জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়