কলেজিয়েট-খাস্তগীরকে পেছনে ফেলে সেরাদের শীর্ষে মুসলিম হাই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২৮ জুলাই ২০২৩
কলেজিয়েট-খাস্তগীরকে পেছনে ফেলে সেরাদের শীর্ষে মুসলিম হাই

সেরাদের সেরা কলেজিয়েট-খাস্তগীর স্কুলকে পেছনে ফেলে শতভাগ পাসের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল। গেল বছর এ তালিকা ছিল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) দখলে। এ বছর স্কুলটি শতভাগ পাসে সেরাদের তালিকা থেকে ছিটকে পড়েছে। 

অন্যদিকে টানা কয়েক বছর শতভাগ পাস এবং জিপিএ ৫ এর দিকে  সেরার তালিকায় জায়গা থাকত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের; সেখানে গত দুই বছর শতভাগ পাসের দিক থেকে সেরার দশে জায়গা হয়নি শতবর্ষী এ স্কুলের। যদিও জিপিএ ৫ এর তালিকায় প্রথম অবস্থার অক্ষুন্ন রেখেছে কলেজিয়েট স্কুল। 

এদিকে, শতভাগ পাসের তালিকায় প্রথম অবস্থানে থাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। ২৫৩ জন পরীক্ষার্থী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তৃতীয় অবস্থানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চতুর্থ অবস্থানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ২০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। পঞ্চম অবস্থানে সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ১৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়্। ষষ্ঠ অবস্থানে রয়েছে সেন্ট স্কলাস্টিকা বালিকা বিদ্যালয় এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ১৭৬ জন অংশ নিয়ে শতভাগ পাস করে। শতভাগ পাসে সেরা সাতে রয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। তাদের ১৭৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের মোট ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে। শতভাগ পাসে সেরা নয় এ রয়েছে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। দশম অবস্থানে রয়েছে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ। তাদের ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সেরা দশে রয়েছে এ স্কুলটি।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম পাস করেছে। এর আগের বছর পাসের হার ছিলো ৯১ দশমিক ১২ শতাংশ। সে হিসেবেও গত দুই বছরের তুলনায় এবার পাসের হার কমেছে চট্টগ্রাম বোর্ডে।

সর্বশেষ

পাঠকপ্রিয়